চট্টগ্রামের আশকারদিঘী এলাকার একটি বস্তিতে আগুন লেগে মৃত্যু হয়েছে একজনের। পুড়ে গেছে ১২টি বসতঘর এবং মন্দিরের একাংশ।
সন্ধ্যায় এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কর্মকর্তারা জানান, আশকারদিঘীর পশ্চিম পাড় এলাকায় দিঘীর পাশ ঘেঁসে গড়ে উঠেছে ১৬ থেকে ১৮ টি কাঁচা বসতঘর। এসব কাঁচা ঘরের একটিতে আগুন লাগে। যা ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে অরুণ ভট্টাচার্য নামের এক ব্যক্তি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান তিনি। আগুনে বস্তির মাঝামাঝি জায়গায় অবস্থিত লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের একাংশ পুড়ে যায়। তবে কি কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
Leave a reply