সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় বলেই প্রতিদিন নির্বিচারে নেতাকর্মীদের গ্রেফতার করছে, বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২০ আগস্ট) রাত ৩টায় ডাকা সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অন্তত ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া গ্রেফতার হওয়া ছয় ছাত্রদল নেতাকর্মীকে ফাঁসাতে নানা নাটকের ছক আঁকছে পুলিশ, বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী আরও বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মীকে অদৃশ্য করা হচ্ছে, গুম করা হচ্ছে। বিএনপিসহ বিরোধী দলকে নির্মূলের কর্মসূচি হাতে নিয়েছে তারা। এটা কোনো সভ্য দেশ হতে পারে না। এক ভয়ংকর অসভ্যতা চলছে দেশে।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের গ্রেফতারকৃত সব নেতাকর্মীর দ্রুত মুক্তির দাবিও জানান রিজভী।
/এসএইচ
Leave a reply