Site icon Jamuna Television

ছাত্রদলের নেতাদের থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা বানোয়াট ও উদ্দেশ্যমূলক: ফখরুল

ছাত্রদল নেতাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের দেয়া বক্তব্য বানোয়াট, ডাহা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।

রোববার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নিজেরাই সহিংসতা সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে। সরকার পুরনো কায়দায় আবার গুম ও গ্রেফতার চালাচ্ছে। জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, বিরোধী দলকে ততই তথাকথিত আইনি কায়দায় মাঠ থেকে সরানোর চক্রান্ত চলছে।

মির্জা ফখরুল বলেন, গোয়েন্দা পুলিশও পুরোপুরি রাজনৈতিক সুরে কথা বলছে। রাষ্ট্রের সকল কাঠামো ধ্বংসকারী সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ন আন্দোলন চলছে।

/এমএন

Exit mobile version