ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

|

পুরুষদের ১৩ বছর পর বিশ্বকাপ জয় করলো স্পেন। ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়লো স্পেন। ওলগা কারমোনার একমাত্র গোলে প্রথমবারের মত নারী বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা। পুরুষ ও নারীদের হয়ে দুই বিশ্বকাপ জয়ের মাত্র দ্বিতীয় নজির এটি। এর আগে এই কীর্তি ছিল একমাত্র জার্মানির দখলে। ১৩ বছর পর বিশ্বকাপ জয় করলো স্পেন।

ইতিহাস গড়ার হাতছানি ছিল দুই দলের সামনে। দুই দল পাখির চোখ করেছিল প্রথম বিশ্বকাপ জয়কে। তবে শেষ পর্যন্ত সেই মিশন সার্থক করলো জর্জ ভিলদার শিষ্যরা। অধিনায়ক ওলগা কারমোনার দারুণ এক গোলে শিরোপাটা নিজেদের করে নিলো স্প্যানিশরা।

রোববার (২০ আগস্ট) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্পেনের মেয়েরা। যদিও ম্যাচের ১৬ মিনিটে লরেন হ্যাম্পের শট বারে লাগলে গোলের সুযোগ মিস করে ইংলিশরা। তবে ২৯ মিনিটে অধিনায়ক ওলগা কারমোনার গোলে লিড পায় স্পেন। এরপর সুযোগ তৈরির চেষ্টা করেও প্রথমার্ধে সফল হতে পারেনি ইংলিশরা। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধেও বল পজিশন ধরে রেখে আক্রমণাত্মক খেলতে থাকে জর্জ ভিলদা বাহিনী। একাধিক সুযোগ তৈরি হলেও লিড বাড়াতে পারেনি স্প্যানিশরা। মিস করেছেন পেনাল্টিও। তবে, স্পেনের কাছে পাত্তা পায়নি ইংলিশরা। অতিরিক্ত ১৩ মিনিট পেলেও আর গোল শোধ করতে পারেনি ইংলিশ মেয়েরা। তাতেই ইতিহাস গড়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন বনে যায় স্পেন।

গত বছর দুই দলের দেখা হয়েছিলো নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপে। সেখানে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন বনে যায় ইংলিশরা। এবার বিশ্বমঞ্চে সেই হারের প্রতিশোধ নিয়ে বিশ্বসেরার তকমা গায়ে জড়ালো স্পেনের মেয়েরা। ১৩ বছর পর বিশ্বকাপ জিতলো স্পেন।

২০২৩ নারী বিশ্বকাপে ‘ফিফা গোল্ডেন বল’ পুরস্কারে ভূষিত হন স্পেনের আইতানা বনমাতি এবং গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড পেয়েছেন ইংল্যান্ডের গোলরক্ষক মেরি ইয়ারপস। সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন স্পেনের সালমা পারালুয়েলো।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply