মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশে একটি গণকবরে অন্তত ১৬৬টি দেহাবশেষ খুঁজে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিশেষজ্ঞ দলের চালানো এক অনুসন্ধানে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১৪৪টি পরিচয়পত্র।
এছাড়াও প্রায় ২০০ পোশাক এবং ব্যক্তিগত ব্যবহৃত বেশ কিছু জিনিসও পাওয়া গেছে সেখানে।
কর্তৃপক্ষ জানিয়েছে গেল মাসে গণকবরটির সন্ধান পায় তারা। এরপর থেকেই শুরু হয় অনুসন্ধান কার্যক্রম। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। তদন্তের স্বার্থে গণকবরটির অবস্থান সম্পর্কেও জানায়নি কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এর আগেও উপকূলীয় ভেরাক্রুজসহ আরও কয়েকটি প্রদেশে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পায় পুলিশ। প্রায় এক বছর আগে ঐ প্রদেশের একটি গণকবরে প্রায় ৩০০ দেহাবশেষ খুঁজে পায় পুলিশ। প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলোর মধ্যে প্রায়ই বড় ধরণের সহিংসতার ঘটনা ঘটে ঐ অঞ্চলগুলোতে। এছাড়া হাজার হাজার অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয় অঞ্চল।
Leave a reply