চলতি বছর ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষায় আহত ৭৭ স্বাস্থ্যকর্মী: জাতিসংঘ

|

চলতি বছর ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষার সময় ৭৭ স্বাস্থ্যসেবাকর্মী আহত হয়েছেন। ধ্বংস হয়েছে অন্তত ৩০টি অ্যাম্বুলেন্স। রোববার (২০ আগস্ট) এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ।

প্রতিবেদনে বলা হয়, গেল মাসে জেনিন শরণার্থী শিবিরের হামলা ছিলো সবচেয়ে বর্বর এবং গণবিধ্বংসী। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে এ প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক কমিশন, ইউএনএসসিও।

মূল সমন্বয়ক লিন হ্যাশটিং জানান, ভুক্তভোগীদের তালিকায় রয়েছেন ভলান্টিয়ার, ডাক্তার, নার্স, পৌরসভার কর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা ঘটনাস্থলে কাজ করেন। সেসময়ই ইসরায়েলি আগ্রাসনে হন মারাত্মক আহত। দখলদারিত্ব-রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে তাদের দফতর, চলাফেরায় পেয়েছেন বিধিনিষেধ। এমনকি স্বেচ্ছাসেবীদের কাজকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

রেড ক্রিসেন্টের দাবি, চলতি বছর তাদের কর্মীদের ওপর ১৯৩ দফা চালানো হয় নাশকতা।চিকিৎসাকর্মীদের ওপর ১০ বার হয়েছে প্রাণঘাতী হামলা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply