পেঁয়াজ রফতানিতে ভারতের ৪০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই রাজধানীর বাজারে হু হু করে বাড়তে শুরু করেছে আমদানি করা পেঁয়াজের দাম। শুধু আমদানি করাই নয়, পাল্লা দিয়ে বেড়েছে দেশি পেঁয়াজের দামও।
রাজধানীতে একদিনের ব্যবধানে খুচরা পর্যায়ে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা। আজ সোমবার (২১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি পর্যায়ে আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি ছিল ৬৫ থেকে ৬৬ টাকা। যা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা পর্যন্ত। আর পাইকারি পর্যায়ে প্রতি কেজি পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৬ টাকায়। আর ফরিদপুরের হাইব্রিড জাতের পেঁয়াজের কেজি ৭৬ টাকা।
পাইকারি পর্যায়ে দেশি পেঁয়াজের দাম বাড়ায় খুচরা পর্যায়ে বিক্রি মূল্য এখন ৯০ টাকারও বেশি। ব্যবসায়ীরা বলছেন, বাজারে প্রয়োজনের তুলনায় সরবরাহ কমেছে ভারতীয় পেঁয়াজের। এর প্রভাবে বাড়ছে দেশি পেঁয়াজের দামও।
/এমএন
Leave a reply