আপত্তিকর কন্টেন্ট সরানো: ‘সরকারের ৩০-৪০ শতাংশ অনুরোধ রক্ষা’

|

আপত্তিকর কনটেন্ট বন্ধ বা সরানোর জন্য বাংলাদেশ সরকারের ৩০ থেকে ৪০ শতাংশ অনুরোধ রক্ষা করছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২১ আগস্ট) দুপুরে সাইবার নিরাপত্তা বিষয়ক এক কর্মশালায় এ কথা জানান তিনি। বলেছেন, ডেটা সম্পদ; তা দেশে রাখা গেলে অর্থের সাথে নিরাপত্তা নিশ্চিত হবে৷

মোস্তাফা জব্বার জানান, ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে দেশ থেকে বিপুল পরিমাণ ডলার নিয়ে যাচ্ছ। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই তাদের একাউন্ট থেকে ডলার নিয়ে যাচ্ছে। এটা চলতে দেয়া ঠিক হচ্ছে না। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

এই কর্মশালায় ক্লাউড প্লানেটের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন ক্লাউড কম্পিউটিংয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ৷

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply