ক্ষয়ক্ষতি দেখতে হাওয়াই দ্বীপপুঞ্জে বাইডেন

|

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দাবানলে ক্ষয়ক্ষতি দেখতে রওয়ানা হয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সাথে থাকবেন ফার্স্ট লেডি জিল বাইডেন। সোমবার (২১ আগস্ট) রওয়ানা হন তারা। খবর এএফপির।

ব্যাপক ক্ষতির ফলে ইতোমধ্যে শুরু হয়েছে সরকারের সমালোচনা। অভিযোগ, দুর্যোগ মোকাবেলায় সরকারের গতি অত্যন্ত ধীর। দাবানলে এরিমধধ্যে প্রাণ হারিয়েছেন ১১৪ জন। বাস্তুচ্যুত হয়েছেন শতশত মানুষ। পদত্যাগ করেছেন মাউই দ্বীপের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হারমান আন্দায়া।

এই দাবানলে অনিন্দ্যসুন্দর হাওয়াই দ্বীপপুঞ্জে পুড়ে ছাই হয়ে গেছে জনবসতি, ফসলের মাঠ আর পর্যটন এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মাউই দ্বীপ। দাবানলের কারণে ১১ হাজার বাসিন্দা এখনও বিদ্যুৎহীন অবস্থায় আছে। ফোনের সংযোগও নেই। সেখানকার রিসোর্ট সিটি হিসেবে পরিচিত লাহাইনা দাবানলের আগুনে ভস্মীভূত হয়ে গেছে। পুড়ে গেছে এর ৮০ ভাগ এলাকা। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ১৭০০ এরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply