নির্বাচনে জর্জিয়ার ফল পাল্টানো মামলায় বৃহস্পতিবার রাজ্যটির আদালতে আত্মসমর্পণ করবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জামিন হিসেবে ২ লাখ ডলার নির্ধারণ করেছেন বিচারপতি। খবর সিএনএন’র।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে বলেন, আমি বৃহস্পতিবার (২৪ আগস্ট) গ্রেফতার হওয়ার জন্য জর্জিয়ার আটলান্টায় যাচ্ছি। তবে নিজের বিরুদ্ধে আনা বিবৃতি এবং জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট।
২০২০ সালে জর্জিয়া অঙ্গরাজ্যে পরাজিত হওয়ার পর ফলাফল পাল্টানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প- আনা হয় এই অভিযোগ। গেলো ১৫ আগস্ট, ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে করা হয় মামলা। ৪১টি অভিযোগ আনা হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চারটি মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প।
এটিএম/
Leave a reply