বিদ্যুৎ কেন্দ্র থেকে ১০ লাখ টন পানি সাগরে ফেলবে জাপান

|

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ১০ লাখ টনেরও বেশি তেজস্ক্রিয় পানি সাগরে ফেলা শুরু করবে জাপান। খবর এপির।

প্রতিবেশী দেশগুলোর আপত্তি সত্ত্বেও পরমাণু বর্জ্য মিশ্রিত এই পানি সমুদ্রে ছাড়তে চলেছে টোকিও। ২০১১ সালের ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্প এবং সুনামিতে সৃষ্ট জলোচ্ছাস আঘাত হানে ফুকুশিমায়। বিদ্যুৎকেন্দ্রটির চারটি পারমাণবিক চুল্লি প্লাবিত হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ফুকুশিমা পারমাণবিক চুল্লি থেকে নিঃসরিত পানি এক যুগের বেশি সময় ধরে জমা রেখেছে জাপান কর্তৃপক্ষ। সম্প্রতি ওই পানি সাগরে ফেলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকেই চলছে বিতর্ক। যদিও জাপান সরকার বলছে, পরমাণু কেন্দ্রটি নিষ্ক্রিয় করার জন্যই পানিগুলো সাগরে ফেলা প্রয়োজন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply