ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে: অর্থমন্ত্রী

|

ডিজিটাল পদ্ধতিতে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে। রাজস্ব পরিশোধে অনেকে আগ্রহী হবেন। এই উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দেয়া হবে, এ কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এনবিআর ভবনে এক অনুষ্ঠানে ইএফডিএমএস চালু করা হয়। এ সময় অর্থমন্ত্রী এ কথা বলেন।

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেন, ভ্যাট সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে, ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয়।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ভ্যাট ব্যবস্থাপনা উন্নত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। স্মার্ট ভ্যাট আহরণকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এনবিআর। দেশ এগিয়ে যাচ্ছে, এ অবস্থায় ভ্যাট-ট্যাক্স ব্যবস্থাপনা আরও উন্নত করা হবে। এ সময় তিনি ভোক্তাকে ভ্যাটের রশিদ সংগ্রহের আহ্বান জানান।

জেনেক্স ইনফোসিসের সহায়তায় এনবিআর ‘ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করেছে। ঢাকা ও চট্টগ্রামে প্রতি বছর ৬০ হাজার যন্ত্র বসানো হবে। দেশে মোট রাজস্বের ৪০ শতাংশ আয় আসে ভ্যাট থেকে। বিপণী বিতান, হোটেল-রেস্তোরাসহ ২৫টি খাতে ইলেকট্রনিক যন্ত্র বসানো বাধ্যতামূলক করেছে এনবিআর।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply