সাড়ে ৩ বছর পর আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হলো উত্তর কোরিয়ায়

|

এপি থেকে সংগৃহীত ছবি।

করোনা মহামারীর পর উত্তর কোরিয়ায় পুনরায় শুরু হল আন্তর্জাতিক রুটে বিমান চলাচল। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে পিয়ংইয়ং এয়ারপোর্ট থেকে যাত্রা করা ‘এয়ার কোরইও’ বিমানটি বেইজিং বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। খবর এপির।

জানা গেছে, দীর্ঘ সাড়ে তিন বছর পর পিয়ংইয়ং এয়ারপোর্ট থেকে যাত্রা করা ‘এয়ার কোরইও’ জেএস ১৫১ বিমানটি স্থানীয় সময় ৯টা ১৬ মিনিটে বেইজিং বিমানবন্দরে অবতরণ করে। তবে, বিমানটিতে মোট কতোজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। বিমানটি সর্বোচ্চ ২১০ জন যাত্রী বহনে সক্ষম বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ বলছে, উত্তর কোরিয়ানদের বাড়ি ফেরার কথা বিবেচনা করেই পিয়ংইয়ং-বেইজিং রুটটি মহামারীর পর পুনরায় চালু করা হয়েছে।

এদিকে জাপানের গণমাধ্যম বলছে, এয়ার কোরইওর যাত্রীদের গাঁয়ে উত্তর কোরিয়ার পতাকার পিন লাগানো অবস্থায় দেখা যায়।

প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তর কোরিয়ার ক্রীড়াবিদদের একটি দল প্রতিবেশী কাজাখস্তানে তায়কোয়ান্দো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাওয়ার পথে সীমান্ত অতিক্রম করে চীনে অনুপ্রবেশ করে। এরপর থেকেই ঘোলাটে হয়ে ওঠে পরিস্থিতি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply