Site icon Jamuna Television

মোহনবাগানের কাছে হেরে আবাহনীর স্বপ্নভঙ্গ

মোহনবাগান এফসি'র ফেসবুক পেজ থেকে সংগৃহীত ছবি।

মোহনবাগানের কাছে ৩-১ গোলের পরাজয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্বে ওঠার স্বপ্ন ভঙ্গ হল আবাহনী লিমিটেডের।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় সল্ট লেকে ম্যাচ শুরুর পর থেকেই মাঠে নিজেদের আধিপত্য বিস্তার করে মোহনবাগান। তবে শুরুতে গোল আদায় করে আবাহনীই। ম্যাচের ১৭ মিনিটে আলতো এক টোকায় মোহনবাগানের জালে বল জড়ান গ্রানাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ড। তবে ৩৭ মিনিটেই সুশান্ত ত্রিপুরার ফাউলে পাওয়া পেনাল্টিতে মোহনবাগানকে সমতা এনে দেন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জেসন কামিন্স।

আর, দ্বিতীয়ার্ধে ম্যাচের আধিপত্য পুরোপুরি পেয়ে যায় মোহনবাগান। ৫৮ মিনিটে আবাহনীর আত্মঘাতী গোলে এগিয়ে যায় কলকাতার ক্লাবটি। ৬০ মিনিটে আরও একটি গোল আদায় করে এএফসি কাপ নিশ্চিত করে সবুজ-মেরুন জার্সিধারীরা।

/এসএইচ

Exit mobile version