হারিস রউফের নৈপুণ্যে ১৪২ রানের বড় জয় পেলো পাকিস্তান

|

প্রথম ওয়ানডেতে আফগানদের ১৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৯ রানেই গুটিয়ে যায় আফগানরা।

মঙ্গলবার (২২ আগস্ট) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফখর জামানের উইকেট হারিয়ে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। তবে একপ্রান্ত ধরে রেখে ‘ধীরে চলো’ নীতিতে খেলতে থাকেন ইমাম-উল-হক। মোহাম্মদ নবীর শিকার হওয়ার আগে ৯৪ বলে ৬১ রান করেন এ ওপেনার। এদিন, রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ দেখেন অধিনায়ক বাবর আজম। এরপর ইফতেখার আহমেদের ৩০ ও শাদাব খানের ৩৯ রানের ওপর ভর করে ৪৭.১ ওভারে ২০১ রানের পুঁজি পায় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে হারিস রউফের বোলিং তোপের সামনে পড়েন আফগান ব্যাটাররা। সর্বোচ্চ ১৮ রানের ইনিংস আসে রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে। এদিন, চারজন আফগান ব্যাটারই ফিরেছেন শূণ্য রাণে। আর, পাকিস্তানের হয়ে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন হারিস রউফ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply