Site icon Jamuna Television

জামাল ভূঁইয়াকে বরণ করে নিলো সোল দা মায়ো

লাল-সবুজের অধিনায়ক জামাল ভূঁইয়াকে বরণ করে নিয়েছে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়ো। তাকে স্বাগত জানিয়ে একটি সংবাদ সম্মেলনও করেছে ক্লাবটি।

বাংলাদেশের প্রথম কোনো ফুটবলার হিসেবে লাতিন আমেরিকার ক্লাবে যোগ দিয়ে কীর্তি গড়েন জামাল। ক্লাবটির পক্ষ থেকেও সর্বোচ্চ সহায়তা করা হচ্ছে বলে জানান বাংলাদেশের অধিনায়ক। সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার ফুটবলের প্রতি এদেশের মানুষের ভালোবাসার কথা তুলে ধরেন জামাল।

সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, আমি এই ক্লাবে যোগ দিতে পেরে খুবই খুশি। সকলেই সোল দা মায়ো নিয়ে বেশ কৌতুহলী। এখানে আসার পর প্রায় দুই থেকে তিনশ ফোন ও এসএমএস পেয়েছি আমি। ম্যারাডোনার খেলা দেখেই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে ভালোবাসে এবং এখনও তা অব্যাহত আছে। কাতার বিশ্বকাপে অকুন্ঠ সমর্থনের মাধ্যমেই নতুন করে এ দেশের সাথে পরিচয় হয় আর্জেন্টিনার।

/এমএন

Exit mobile version