বন্যায় বিপর্যস্ত চিলি

|

প্রবল বন্যার মুখোমুখি লাতিন দেশ চিলি। মঙ্গলবার (২২ আগস্ট) পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

বিবৃতিতে জানায়, ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। টানা ও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর আশপাশের জায়গাগুলো।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১২৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা অঞ্চলটির দুর্যোগ ইতিহাসে রেকর্ড। উপচে পড়ছে স্থানীয় নদীগুলোর পানি। কিছু এলাকায় হচ্ছে ভূমিধসও। এ পরিস্থিতিতে সান্তিয়াগো থেকে বিওবিও প্রদেশ পর্যন্ত জারি করা হয়েছে ‘জরুরি দুর্যোগ অবস্থা’। আগামী কয়েকদিন বহাল থাকবে বৈরি আবহাওয়া।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply