Site icon Jamuna Television

জয় পেলো রোনালদোর দল আল নাসের

জয় পেয়েছে রোনালদোর দল। ছবি: সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসের। সিআর সেভেনের দল ৪-২ গোলে হারিয়েছে শাবাব আল আহলিকে। তবে গোল পাননি দলের দুই তারকা রোনালদো ও সাদিও মানে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২২ আগস্ট) রাতে কেএসইউ মাঠে খেলতে নামে দু’দল। ম্যাচের ১১ মিনিটে ফরোয়ার্ড তালিস্কার গোলে প্রথম লিড নেয় আল নাসের। কিন্তু ১৮ মিনিটে ইয়াহিয়ার গোলে সমতায় ফেরে শাবাব। ৪৬ মিনিটে এবার এগিয়ে যায় শাবাব আল আহলি। আবারো স্কোর শিটে নাম তোলেন ইয়াহিয়া। দল যখন হারের দ্বার প্রান্তে, তখন ৮৮ মিনিটে সুলতান আল ঘানামের গোলে ম্যাচে ফেরে আল নাসের।

আর, ইনজুরি সময়ে ইন্টার মিলান থেকে আসা ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মার্সেলো ব্রোজভিস এগিয়ে দেন নাসেরকে। এরপর তালিস্কা আবারো স্কোর শিটে নাম তুললে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসের।

/এএম

Exit mobile version