Site icon Jamuna Television

পিঠে অস্ত্রোপচার, মাঠের বাইরে গার্দিওলা

জরুরি অস্ত্রোপচার করিয়েছেন ম্যান সিটি কোচ। ছবি: এএফপি

পিঠে অস্ত্রোপচার করা হয়েছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার। বার্সেলোনায় এক হাসপাতালে গার্দিওলার সার্জারি কথা নিশ্চিত করেছে ম্যানসিটি কর্তৃপক্ষ।

ম্যানচেস্টারের ক্লাবটি জানিয়েছে, পেপ গার্দিওলা দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগতে থাকায় মঙ্গলবার (২২ আগস্ট) জরুরি অস্ত্রোপচারের জন্য বার্সেলোনায় যান। সফল অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন ‘ট্রেবলজয়ী’ এই ম্যানেজার।

এই সার্জারির কারণে পরের দুই ম্যাচে ডাগআউটে পেপ গার্দিওলাকে পাবে না সিটিজেনরা। ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী রোববার শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। এরপর ২ সেপ্টেম্বর ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে দলটি। এই দুই ম্যাচে ডাগআউটে থাকবেন না গার্দিওলা। এরপর আন্তর্জাতিক ম্যাচের বিরতি থাকায় এই অভিজ্ঞ কোচকে খুব বেশি মিস করতে হবে না ইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

/এএম

Exit mobile version