যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বাস-ট্রাক সংঘর্ষে ১৮ অভিবাসনপ্রার্থী নিহত

|

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাণ হারালেন ১৮ অভিবাসনপ্রার্থী। গতকাল (২২ আগস্ট) মঙ্গলবার বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আরও ৩৬ জন গুরুতর আহত হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করে মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

বিবৃতি অনুসারে, বাসটিতে অর্ধ-শতাধিক আরোহী ছিলেন। পুয়েব্লা এলাকার সংকীর্ণ রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। উল্টো পাশ থেকে আসা একটি ট্রেইলরের ধাক্কায় বাসটি উল্টে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন।

এরপর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত শুরু হয় উদ্ধার তৎপরতা। দগ্ধ-আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রশাসন জানিয়েছে, নিহতদের সবাই মেক্সিকান, একজন শুধু ভেনেজুয়েলার নাগরিক। তারা সবাই যুক্তরাষ্ট্রে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। জুলাই মাসেও একই অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ২৭ জন প্রাণ হারান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply