Site icon Jamuna Television

কোচিংয়ে ফিরছেন কার্লোস তেভেজ

কোচিংয়ে ফিরছেন তেভেজ। ছবি: সংগৃহীত

আবারও ফুটবলে ফিরছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার কার্লোস তেভেজ। কোচিংয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করছেন আর্জেন্টিনার জনপ্রিয় এই স্ট্রাইকার। খবর টেলিকম এশিয়ার।

ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজ আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার ক্লাব ইন্দেপেন্দিয়েন্তের দায়িত্ব নিচ্ছেন। দলের টানা বাজে পারফরম্যান্সে গত রোববার ইন্দেপেন্দিয়েন্তের কোচের পদ থেকে সরে দাঁড়ান রিকার্দো জেলিনস্কি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন তেভেস।

২০২২ সালের জুনে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রালের কোচ হয়েছিলেন তেভেজ। কিন্তু ক্লাব সভাপতি নির্বাচনে তার নাম ব্যবহার করায় অসন্তুষ্ট হয়ে পাঁচ মাসের মাথায় পদত্যাগ করেন তিনি। খেলোয়াড়ি জীবনে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, য়্যুভেন্টাসের পর আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় ক্লাব বোকা জুনিয়র্সে খেলেছেন তেভেজ। আলবিসেলেস্তাদের জার্সিতে এক যুগের ক্যারিয়ারে খেলেছেন ৭৬টি ম্যাচ।

/এএম

Exit mobile version