Site icon Jamuna Television

রুশ জেনারেল সুরোভিকিন বরখাস্ত

রাশিয়ার আলোচিত জেনারেল সের্গেই সুরোভিকিনকে মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এর আগে, ইউক্রেন যুদ্ধের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় এই জেনারেলকে। রুশ গণমাধ্যমের বরাতে এ সংবাদ জানিয়েছে রয়টার্স।

এদিকে প্রজ্ঞাপনের বরাত দিয়ে রুশ গণমাধ্যমগুলো জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো একটি পদে কর্মরত থাকবেন সের্গেই সুরোভিকিন। যদিও, প্রজ্ঞাপন নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে, ২০২২ সালের অক্টোবরে ইউক্রেন যুদ্ধে কমান্ডারের দায়িত্ব পান সুরোভিকিন। তবে, মাত্র তিনমাস পরই তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

এছাড়া, বেশ সুরোভিকিন ওয়াগান প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের ঘনিষ্ঠ হিসেবেও বেশ পরিচিত।

/এমএন

Exit mobile version