এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে স্থিতাবস্থার আদেশ

|

অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তর নিয়ে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান সম্পর্কিত বিষয়বস্তুর ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৩ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালত বলেছেন, সব পক্ষকে বিষয়বস্তু নিয়ে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে বলা হলো। ৮ জানুয়ারি আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। সেদিন কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকের পরে থাকবে বিষয়টি।

এস আলম গ্রুপের আইনজীবী আহসানুল করিম বলেন, যে অনুসন্ধানের কথা বলা হয়েছে বিভিন্ন সংস্থাকে, সে সম্পর্কিত বিষয়বস্তুর ওপর ৮ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত স্থিতাবস্থা বজায়ের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে ‘এস আলমস আলাদিনস ল্যাম্প’ শিরোনামে ৪ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আনার পর শুনানি নিয়ে ৬ আগস্ট হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন।

আরও পড়ুন: তারেক রহমানের বক্তব্য প্রচার নিয়ে রিট: রুলের লিখিত জবাব দিতে বিটিআরসিকে নির্দেশ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply