সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে মাদারীপুরে ২দিনের সুনীল মেলা

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুরঃ
প্রখ্যাত কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে মাদারীপুরে।
দিনটি উপলক্ষ্যে শুক্রবার তার জন্মভূমি মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব মাইচপাড়া গ্রামে আয়োজন করা হয়েছে দুইদিন ব্যাপী সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে ২দিন।

কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর ইসলাম, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, পৌর মেয়র এনায়ের হোসেন হাওলাদার প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদারীপুরের স্থানীয় আবৃতিশিল্পীরা সুনীলের লেখা প্রখ্যাত কবিতাবলি আবৃত্তি করেন। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এই অয়োজনে অংশ নেন এবং গান ও নৃত্য পরিবেশনা করেন। এছাড়াও সুনীল মেলায় ৫টি স্টল করা হয়েছে। এতে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গ্রন্থাবলি পাওয়া যাচ্ছে।

দুই বাংলার প্রখ্যাত কথা সাহিত্যিক ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০১৩ সালের ১৩ অক্টোবর উপমহাদেশের কিংবদন্তি এই লেখক পরলোক গমন করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply