উত্তর কোরিয়ার নজরদারি স্যাটেলাইট: উৎক্ষেপণের দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ

|

উত্তর কোরিয়ার নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের দ্বিতীয় পদক্ষেপও ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় এ তথ্য। খবর রয়টার্সের।

স্থানীয় সময় ভোররাত ৪টার দিকে উৎক্ষেপণ করা হয় রকেট। তৃতীয় ধাপে পৌঁছে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে এটির বুস্টার। তবে প্রকল্পটি অব্যাহত রাখার কথা জানিয়েছে পিয়ংইয়ং প্রশাসন।

দেশটি জানায়, আগামী অক্টোবরেই আবার চেষ্টা করা হবে স্যাটেলাইট উৎক্ষেপণের। দীর্ঘদিন ধরেই নজরদারি স্যাটেলাইট স্থাপনের চেষ্টার কথা বলছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সেনাদের গতিবিধি পর্যবেক্ষণে এই পদক্ষেপ।

গত মে-তে প্রথম নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। তবে বিধ্বস্ত হয়ে সাগরে পড়ে বহনকারী রকেটটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply