অর্থনৈতিক জোট ব্রিকসের পরিধি বৃদ্ধির ব্যাপারে সম্মত হলেন সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। অবশ্য যুক্ত হতে পূরণ করতে হবে বেশ কিছু শর্ত, এমনটা জানালেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। খবর রয়টার্সের।
অবশ্য, চূড়ান্ত ফ্রেমওয়ার্কে এখনও সই হয়নি। সদস্য বাড়ানো হবে কি না, এ ইস্যুতে টানা ১০ ঘণ্টারও বেশি বিতর্ক চলে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে। বিষয়টি ঘিরে ছিল মতানৈক্য। যু্ক্তরাষ্ট্রের সাথে বাড়তে থাকা প্রতিযোগিতায় পাল্লা দিতে সংস্কার ও প্রসার চায় চীন। অন্যদিকে, প্রতিবেশির এই প্রস্তাব মানতে নারাজ ভারত। এত উপস্থাপন করা হয় ৫টি প্রস্তাব।
জোহানেসবার্গের তথ্য অনুসারে, অন্তত ২৩টি দেশ নতুন সদস্য হওয়ার আবেদন জানিয়েছে। কিন্তু সৌদি আরবের মতো শক্তিশালী অর্থনীতির দেশকেই আগে পাশে টানার চেষ্টা করবে ব্রিকস।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) শেষ হবে এই সম্মেলন। এরপরই বিস্তৃতভাবে প্রকাশ করা হবে সদস্য হওয়ার নিয়মকানুন ও শর্তাবলী।
/এমএন
Leave a reply