আইন বিভাগে ভর্তি: সরকারিতে বছরে ১০০, বেসরকারিতে সেমিস্টারে ৭৫ জন

|

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে রূপান্তরিত পদ্ধতিতে (বছরে দুই সেমিস্টার) প্রতি সেমিস্টারে ৫০ জনের পরিবর্তে সর্বোচ্চ ৭৫ জন ভর্তি হতে পারবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রতি শিক্ষাবর্ষে ১০০ জন শিক্ষার্থী ভর্তি করানো যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

রিভিউ আবেদনের প্রেক্ষিতে শুনানিতে আপিল বিভাগের একজন বিচারপতি বলেন, উচ্চ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাবি আদায়ের চেষ্টা করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। পরে সবপক্ষের শুনানি শুনে আদেশ দেন আপিল বিভাগ।

আদেশে বলা হয়, এর আগে যারা আদালতের আদেশ অমান্য করে অতিরিক্ত ছাত্র ভর্তি করিয়েছিল, সেসব বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর জন্য ২৫ হাজার টাকা জরিমানা দেবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে তাদের সনদের বৈধতা দেয়া হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply