স্টাফ রিপোর্টার, যশোর:
গ্রামে ডাকাত অবস্থান করছে, মাইকে এমন ঘোষণার পর মাসুদ রানা (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) ভোরে বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে গ্রামবাসীর হামলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরের দিকে গ্রামের মাইকে ঘোষণা দেয়া হয়, জুলফিকার গাজীর শ্বশুর বাড়িতে একদল ডাকাত অবস্থান করছে। এরপর গ্রামের লোকজন ওই বাড়িতে গিয়ে সেখানে অবস্থান করা ৬-৭ জনকে মারধর করে। এতে ঘটনাস্থলে মারা যান মাসুদ। এই ঘটনায় আরও ৪ জন আহত হন। চেয়ারম্যান জানান, বিরোধের কারণে গৃহকর্তা কয়েক দিন ওই বাড়িতে ছিলেন না বলে শুনেছেন তিনি। রাতে কয়েকজনকে সঙ্গে করে নিজের বাড়ি ফেরেন গৃহকর্তা। ডাকাত পড়ার ঘোষণা শুনে তার বাড়িতে এসে তাদের মারধর করে গ্রামের লোকজন।
কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, যতোটুকু জানতে পেরেছি, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
/এএম
Leave a reply