নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে প্রাণ গেলো চা দোকানির

|

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ শহরের বেপারিপাড়া এলাকায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ঘুষিতে মোশারফ নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর আনুমানিক ১২টায় নিহত মোশারফের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এসময় অভিযুক্ত কাউসারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন দোকান পরিষ্কারের সময় অভিযুক্ত কাওসারের শরীরে ময়লা পড়া নিয়ে কথা কাটাকাটির এক পযার্য়ে কাওসার ঘুষি মারলে মাটিতে লুটিয়ে পড়েন মোশারফ। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্তের শাস্তির দাবি করে এলাকাবাসী।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ (সদর) মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। অভিযুক্ত কাউসারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply