৬৯ বছরের রেকর্ড ভেঙে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন আল্লু আর্জুন

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

নতুন ইতিহাস আর রেকর্ড গড়ে ‘পুষ্পা: দ্য রাইজ’- সিনেমায় অভিনয়ের জন্য ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে প্রথম তেলেগু অভিনেতা হিসেবে এ পুরস্কার জিতলেন আল্লু।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) নয়াদিল্লিতে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে আল্লুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত সবাই। আর, আল্লুকে দেখা যায় ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার পরিচালক সুকুমারকে জড়িয়ে ধরতে। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন দুজনই। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় আল্লুকে অভিনন্দনে ভাসাচ্ছেন তার ভক্তরা।

প্রসঙ্গত, ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’। এ ছাড়া শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধাম’। আর, সেরা বাংলা সিনেমার পুরস্কার ঘরে তুলেছে ‘কালকক্ষ’।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply