চন্দ্রযান-৩ এর প্রথম ভিডিও প্রকাশ করলো ভারত

|

চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণের পর থেকেই ব্যস্ত সময় পার করছে ভারতীয় রোভার প্রজ্ঞান। এরই মধ্যে চাঁদের ওই অংশের ছবি রোভারটি পৃথিবীতে পাঠিয়েছে। এবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও ল্যান্ডার বিক্রমের পাঠানো একটি ভিডিও প্রকাশ করেছে।

প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, ল্যান্ডার বিক্রম থেকে ধীরে ধীরে আলাদা হচ্ছে রোভার প্রজ্ঞান। এই ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়া এক্স এর হ্যান্ডেলে প্রকাশ করেছে আইএসআরও।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এর আগে বুধবার (২৩ আগস্ট) চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ গোলার্ধে সফল অবতরণ করলো চন্দ্রযান-৩। এর মাধ্যমে ইতিহাসের পাতায় ভারত নিজেদের নাম লেখাল, যারা প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে সক্ষম হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠে পৌঁছাতে পেরেছে ভারত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply