মাদাগাস্কারে স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

|

আফ্রিকার দেশ মাদাগাস্কারে স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। এ দুর্ঘটনায় আহত হয় আরও ৮০ জন। খবর রয়টার্সের।

রাজধানী আন্তানা-নারিভোয় দেশটির জাতীয় স্টেডিয়ামে হয় মর্মান্তিক এ ঘটনা। কর্তৃপক্ষ জানায়, ইন্ডিয়ান ওশেন আইল্যান্ড গেমসের উদ্বোধনী আয়োজন দেখতে মহামাসিনা স্টেডিয়ামে জড়ো হয় ৫০ হাজারের বেশি মানুষ। যা ধারণক্ষমতার বাইরে।

রেডক্রস কর্মকর্তা জানান, স্টেডিয়ামের প্রবেশপথে ছিল মাত্রাতিরিক্ত ভিড়। তৈরি হয় চরম বিশৃংখলা-অরাজকতা। হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে অনেকে। সেসময় উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনাও। ট্রাজিক ঘটনা আখ্যা দিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

১৯৭৭ সালে শুরু হওয়া ওশেন আইল্যান্ড গেইমস অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পরপর। এর আগেও একই স্টেডিয়ামে একাধিকবার পায়ের নিচে চাপা পড়ে মৃত্যুর ঘটনা হয়েছে। ২০১৯ সালে পদদলিত হয়ে প্রাণ যায় ১৫ জনের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply