রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

|

বাংলাদেশে আশ্রয়ে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠিকে নিজ দেশে ফেরত পাঠাতে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আশা করেন, বন্ধু রাষ্ট্র হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে জাপান সর্বাত্মক সহযোগিতা করবে।

শনিবার (২৬ আগস্ট) প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে গোলটেবিল বৈঠকে কূটনৈতিক, অর্থনৈতিকসহ বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত সম্পর্কের সবগুলো দিক তুলে ধরে এ আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জাপান। এ পরিস্থিতির একটি অর্থবহ পরিবর্তন এবং দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে জাপানের সহযোগিতা কামনা করছে বাংলাদেশ।

গোলটেবিল বৈঠকে জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি দু’দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, অবকাঠামো ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি দু’দেশের মধ্যে সামাজিক বন্ধনও দৃঢ় হচ্ছে। অনুষ্ঠানে কূটনীতিক, অর্থনীতিবিদসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুন: ‘চীন ও ভারত একসাথে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করলে রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ হবে’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply