‘১৫ আগস্ট বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়’

|

১৫ আগস্ট কেবল বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যসহ ১৮ জনকে হত্যা করা হয়নি, সেদিন বাংলাদেশের মহান গৌরবময় মুক্তিযুদ্ধকেও হত্যা করা হয়েছিল, এ কথা বললেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবু্ল্লাহ হিরু।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর সদরঘাটে কোতয়ালী থানা ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, বঙ্গবন্ধুকে যদি না হারাতাম, তাহলে এতদিনে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে সারাবিশ্বে পরিচিত ও প্রতিষ্ঠিত হতো।

এ সময় ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্র। এদের বিরুদ্ধে আজ লড়াই চালিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ আছি। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থেকে মোকাবেলা করতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply