রোমানিয়ার ক্রিভেদিয়ায় একটি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত এবং দগ্ধ হয়েছে ৩৩ জন। খবর রয়টার্সের।
শনিবার (২৬ আগস্ট) পরপর দুটি বিস্ফোরণ ঘটে গ্যাস স্টেশনটিতে। প্রথম বিস্ফোরণেরে পর দুটি ট্যাংকে ছড়িয়ে পড়ে আগুন। এরপর তা লাগে একটি বাড়িতে। এ ঘটনার পর দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পোঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এতে আহত হয় ৪ জন কর্মী।
এরপর সন্ধ্যার দিকে সেখানে আরেকটি বিস্ফোরণ ঘটে। এতে আহত হয় ২৬ দমকল কর্মী। তবে আগুন এখনও নিয়নত্রণে আসেনি বলে নিশ্চিত করেছেন, গ্যাস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা। তিনি বলেন, পাশেই রয়েছে তৃতীয় ট্যাঙ্ক, ফলে ঘটতে পারে আরও বিস্ফোরণের ঘটনা।
এটিএম/
Leave a reply