দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

|

কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাত করণে সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দেশের প্রয়োজনে মিটিয়ে কৃষিপণ্য রফতানির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ষষ্ঠ জাতীয় কনভনেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জমির সীমাবদ্ধাতা থাকা সত্বেও উর্বরতাকে কাজে লাগিয়ে দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার কাজ করে যাচ্ছে সরকার। পাশাপাশি উন্নত গবেষণার ও কৃষকদের সুযোগ-সুবিধা প্রদানের মধ্য দিয়ে দেশ কৃষিখাতে এগিয়ে যাচ্ছে।

কারো কাছে যাতে খাদ্যের জন্য হাত পাততে না হয় সে লক্ষ্য নিয়ে কাজ চলছে জানিয়েছে প্রধানমন্ত্রী বলেন, কৃষিখাতে স্বয়ংসপূর্ণতা অর্জনের জন্য সরকারের আমলেই প্রথম বর্গা চাষীদের ঋণ দেয়ার ব্যবস্থা করা হয়েছিল, যা এখনও অব্যাহত রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply