করোনার পর অবশেষে সীমান্ত বিধিনিষেধ তুললো উত্তর কোরিয়া

|

অবশেষে সীমান্ত বিধিনিষেধের শর্ত উঠিয়ে নাগরিকদের নিজ দেশে প্রত্যাবর্তনের অনুমোদন দিয়েছে উত্তর কোরিয়া। রোববার (২৭ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়। খবর সিএনএন এর।

সেখানে বলা হয়, কোভিড মহামারি চলাকালীন অবস্থায় বছরের পর বছর কঠোর সীমান্ত বিধিনিষেধের উপর ছিল উত্তর কোরিয়ার নাগরিকরা। তবে বিভিন্ন দেশে আটকে পড়াদের কথা বিবেচনা করে ভ্রমণের জন্য সীমান্ত খুলে দিয়েছে দেশটির সরকার।

কেসিএনএ নিউজ জানায়, শনিবার দেশটির মহামারি প্রতিরোধ সদর দফতর বিশ্বব্যাপী মহামারি পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়, ফিরে আসা যাত্রীদের এক সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন ওয়ার্ডে যথাযথ পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে, ২০২০ সালের করোনা মহামারির লকডাউন শুরু হওয়ার পর প্রথমবারের মতো পিয়ংইয়ং থেকে একটি ‘এয়ার কোরিও’ ফ্লাইট বেইজিংয়ে সফলভাবে অবতরণের কয়েকদিনের মধ্যে এই ঘোষণা আসে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply