রাশিয়ার আপত্তি উপেক্ষা করে ওডেসা বন্দর ছেড়ে গেছে ইউক্রেনের শস্যবাহী আরেকটি জাহাজ। শনিবার (২৬ আগস্ট) সকালে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ বন্দর ত্যাগ করে বলে জানা গেছে। খবর রয়টার্সের।
রাশিয়া কৃষ্ণ সাগরীয় শস্যচুক্তি থেকে বেরিয়ে যাবার পর এ নিয়ে দ্বিতীয় দফা শস্য রফতানি করলো জেলেনস্কি প্রশাসন। এদিন ওডেসা বন্দর থেকে বুলগেরিয়ার দিকে যাত্রা করে নৌযানটি।
রাশিয়ার আগ্রাসন শুরুর পর বিশ্বের অন্যতম খাদ্যশস্য সরবরাহকারী দেশ ইউক্রেন থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের শস্য রফতানি। বৈশ্বিক খাদ্য সংকট বিবেচনায় এগিয়ে আসে জাতিসংঘ এবং তুরস্ক। তাদের মধ্যস্থতায় কৃষ্ণসাগরের বন্দর দিয়ে চালু হয় রফতানি প্রক্রিয়া। তবে গেল জুলাই মাসে সেই চুক্তি থেকেও বেরিয়ে যায় মস্কো। এরপর থেকেই ইউক্রেনের বন্দরগুলো হয়ে উঠেছে রুশ হামলার মূল টার্গেট।
এটিএম/
Leave a reply