পশ্চিমবঙ্গে বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ

|

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জনের বেশি। খবর আনন্দবাজারের।

রোববার (২৭ আগস্ট) সকালে বিকট শব্দে কেঁপে ওঠে জেলার দত্তপুকুরের মোচপোল। অবৈধ বাজি কারখানার বিস্ফোরণের মাত্রা এতটাই প্রবল ছিল যে, ওই সময় কারখানায় কর্মরত শ্রমিকদের দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আশপাশে। কোথাও গাছের ডালে, আবার কোথাও টালির চাল থেকে মৃত ব্যক্তিদের দেহাংশ ঝুলতে দেখা গিয়েছে। যে বাড়িতে বাজি তৈরি হত, সেই বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত। ভেঙে পড়েছে ছাদ। বাড়ির কংক্রিটের পিলারও ভেঙে পড়েছে। তার নিচে অনেকেই আটকে পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বেশ কয়েক জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, আটজনকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা চলছে।

বারাসাত জেলা পুলিশ ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে উদ্ধারকার্য চালাচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply