কৃষির আধুনিকীকরণে সরকার কাজ করছে, বাড়িয়েছে বিনিয়োগ। রফতানিতে কৃষি খাতেরও সম্ভাবনা রয়েছে। সেটিকে কাজে লাগাতে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
রোববার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি বিনিয়োগ ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ আহ্বান জানান তিনি।
ড. আব্দুর রাজ্জাক বলেন, একক খাত হিসেবে কৃষিতে সবচেয়ে বেশি মানুষ কাজ করে। এই খাতকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় সক্ষম করে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে দেশের কৃষিখাতের অগ্রগতির প্রশংসা করেন উন্নয়ন সহযোগীরা। জানান, বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ায় কৃষিতে বৈচিত্র্য এসেছে। এটি ধরে রাখতে সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তায় জোর দেয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা।
/এমএন
Leave a reply