দাবি না মানলে সেপ্টেম্বর থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা

|

জ্বালানি তেল বিক্রিতে সাড়ে সাত ভাগ কমিশনসহ তিন দফা দাবিতে আগামী ৩ সেপ্টেম্বর থেকে তেল উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি।

রোববার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর সীমান্ত স্কয়ারে আয়োজিত এক সভা শেষে এ ঘোষণা দেন পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল কবির কাবুল।

তাদের দাবিগুলো হচ্ছে, জ্বালানি তেল বিক্রিতে সাড়ে সাত ভাগ কমিশন নির্ধারণ করা, পেট্রোল পাম্প ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে ঘোষণা করে তা গেজেট আকারে প্রকাশ করা এবং ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরীর ইকোনোমিক লাইফের জন্য স্পষ্ট গেজেট প্রকাশ করা।

আগামী ৩১ আগস্টের মধ্যে এসব দাবি মানতে সরকারের প্রতি আল্টিমেটাম দেন ব্যবসায়ীরা। দাবি মানা না হলে তেল পরিবহন বন্ধের ঘোষণা দেন তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply