আঞ্চলিক ভারসাম্য রক্ষার কারণেই অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য এবার হতে পারেনি বাংলাদেশ, এমনটা জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামীতে জোটের সদস্য পদ পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
রোববার (২৭ আগস্ট) বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান মাসুদ বিন মোমেন।
এ সময় পররাষ্ট্র সচিব জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণে সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল মিয়ানমারে যাবে। চলতি বছরের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে, এমনটা আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফরের কথা রয়েছে। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি।
/এমএন
Leave a reply