চাঁদকে ‘হিন্দুরাষ্ট্র’ ঘোষণার দাবি ভারতীয় ধর্মগুরুর

|

সবেমাত্র চাঁদে সফলভাবে অবতরণ করেছে ভারতীয় চন্দ্রযান-৩। আর এতেই চাঁদকে ‘হিন্দুরাষ্ট্র’ ঘোষণার দাবি জানিয়েছেন সেদেশের এক ধর্মগুরু। এমন উদ্ভট দাবি করেছেন স্বামী চক্রপানি মহারাজ নামের এক ধর্মগুরু। খবর এনডিটিভির।

চক্রপানি মহারাজ ভারতের অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সভাপতি। হিন্দু এ ধর্মগুরু তার বিতর্কিত ও বিচিত্র নানা মন্তব্যের জন্য পরিচিত।

চাঁদকে শুধু ‘হিন্দুরাষ্ট্র’ ঘোষণার দাবিতেই থেমে থাকেননি এই ধর্মগুরু। তার আরও দাবি, যে জায়গায় চন্দ্রযানের সফটল্যান্ডিং হয়েছে, সে জায়গাটিকে রাজধানী ঘোষণা করতে হবে।

সামাজিক যোগযাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, এই ধরমগুরু বলছেন, দ্রুত ভারতীয় পার্লামেন্টে রেজোল্যুশন পাশ করা হোক যেন অন্য কোনো ধর্মের কেউ সেখানে যেতে না পারে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply