মধ্য ও পূর্বাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে

|

উত্তরাঞ্চলের পর মধ্য ও পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। মধ্যাঞ্চলে যমুনা নদীর পানি টাঙ্গাইলে বিপৎসীমার উপরে বইছে। এছাড়া, পদ্মা নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা ছুঁই ছুঁই।

এদিকে, সোমেশ্বরীর পানি কলমাকান্দায় ও সুরমার জল কানাইঘাটে বিপৎসীমা অতিক্রম করেছে। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ নদ-নদীতে এখনও টইটম্বুর পানি। উজানের পানি নিয়ন্ত্রণে খুলে রাখা হয়েছে তিস্তার সবকটি জলকপাট। নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল জলমগ্ন।

উত্তরাঞ্চলে বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ এখনও কাটেনি। বানের জল সরলেও কাদায় মাখামাখি সড়কে ব্যাহত হচ্ছে চলাচল। ভেসে গেছে পুকুরের মাছ। আমনের আবাদ মাথা তুললেও ক্ষতি হয়েছে বেশ। পানিবন্দিদের জন্য ত্রাণ সহায়তা দেয়া শুরু হলেও তা অপ্রতুল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply