প্রতিটি সংস্থারই নিয়ম থাকে, আমরা নিয়ম মেনে চলি: ব্রিকস প্রসঙ্গে প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিটি সংস্থারই নিজস্ব নিয়ম থাকে, আমরা নিয়ম মেনে চলি। মঙ্গলবার (২৯ আগস্ট) গণভবনে চলমান সংবাদ সম্মেলনে ব্রিকসের সদস্যপদ না পাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, চাইলে পাবো না সে অবস্থায় বাংলাদেশ আর নেই। ব্রিকসের সদস্য হওয়ার ইচ্ছা আমাদের ছিল। তবে আমরা কাউকে বলতে যাইনি যে, আমাদের মেম্বার করেন। ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেছেন, ব্রিকস ভৌগলিক অবস্থান অনুযায়ী ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়াবে।

তিনি বলেন, ব্রিকসের সদস্য না হতে পারায় বিরোধীরা হা-হুতাশ করছে। তবে আমরা যে কিছুই পাইনি, তা কিন্তু নয়।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি গ্রামই এখন শহরের মতো। আমরা গ্রামকে উন্নয়নের লক্ষ্য নিয়েছিলাম। গ্রামের মানুষের উন্নয়নে কাজ করেছি। এখন গ্রামে বসে মানুষ সব সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলছি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply