রাজধানীর কাওরানবাজারে ডাবের দাম হাঁকানোর অনিয়ম দেখতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৯ আগস্ট) মধ্যরাতে চালানো হয় এ অভিযান। যদিও বিক্রেতারা ন্যায্যমূল্যে ডাব বিক্রি করছেন বলে দাবি করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সদস্যদের দেখামাত্র চাঞ্চল্য সৃষ্টি হয় ডাব ব্যবসায়ীদের মধ্যে। এ সময় ডাব বিক্রিতে গোলাপ শাহ ফার্মের বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
বিক্রেতাদের দাবি, ছোট আকারের ডাব তারা চল্লিশ টাকায় বিক্রি করেন। শুধু কমিশন পান তারা। অনেক সময় বিক্রি করতে হয় লোকসান দিয়ে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, নিয়মিতই এভাবে ঝটিকা অভিযান চালানো হবে।
ডাবের দাম বেশি রাখা, মূল্য ও ক্রয় বিক্রয়ের রশিদ না থাকায় দুটি আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এটিএম/
Leave a reply