ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোঝিনের মৃত্যুর পেছনে রয়েছে ক্রেমলিনের হাত। মঙ্গলবার (২৯ আগস্ট) স্পষ্ট ইঙ্গিত দিলো হোয়াইট হাউস। খবর রয়টার্সের।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরে বলেন, প্রিগোঝিনকে সরিয়ে দেয়ার বিষয়টি অনুমেয় ছিল। রাশিয়ায় এমন ঘটনা খুব একটা ঘটে না, যার পেছনে পুতিনের প্রভাব থাকে না। আমরা সবাই জানি, বিরোধীদের হত্যার দীর্ঘ ইতিহাস আছে ক্রেমলিনের।
তিনি আরও বলেন, খেয়াল করলেই বোঝা যাবে, রাশিয়ার অভ্যন্তরীণ টানাপোড়েনেই সব হয়েছে। সেখানে যা হয়েছে অনেকটা স্পষ্ট।
এটিএম/
Leave a reply