মিথ্যা বা বিকৃত তথ্য শনাক্তে শিক্ষার্থীদের জন্য ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ও এমআরডিআই।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের নতুন কলা ভবনের বিভাগীয় ৪১৭ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন ড. মো. মোজাম্মেল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন, এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের বিভাগের সভাপতি রাকিব আহমেদ।
কর্মশালাটি পরিচালনা করবেন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব উজ্জ্বল কুমার মণ্ডল ও সহকারী অধ্যাপক জনাব সালমা আহ্মেদ।
এটিএম/
Leave a reply