কুমিল্লায় ১৬টি নতুন কবর নিয়ে শুরু ‘রহস্য’

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দেবিদ্বারে পারিবারিক একটি গোরস্থানে ‘রহস্যজনক’ ১৬টি নতুন কবর ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। মোল্লাবাড়ির একপক্ষের দাবি, এগুলো পূর্বপুরুষের সমাধিস্থল। তবে অপরপক্ষ বলছে, ওই স্থানে কোনো কবর ছিল না। সবই জায়গা বিক্রি বন্ধের চক্রান্ত। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

দেবিদ্বার পৌর এলাকার নিউ মার্কেটের পাশেই ১৮ শতক জায়গা নিয়ে মোল্লাবাড়ির শত বছরের পুরোনো পারিবারিক গোরস্থান। পূর্বপুরুষের বেশকিছু কবরও আছে সেখানে।

৩-৪ দিন আগে কবরস্থানের এক শতক জায়গায় হঠাৎ নতুন ১৬টি কবর দেখা যায়। মোল্লাবাড়ির নজরুল পক্ষের দাবি, এগুলো পূর্বপুরুষের সমাধিস্থল।

তবে মোল্লাবাড়ির রমিজ পক্ষের দাবি, ওই এক শতক জায়গা বিক্রির তোড়জোড় করছিলেন তিনি। এসব বিক্রি বন্ধের ষড়যন্ত্র।

এ নিয়ে এলাকাবাসীর মাঝেও তৈরি হয়েছে চাঞ্চল্য। বিষয়টি স্পর্শকাতর। তাই এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

দেবিদ্বার থানার ওসি ফোনে যমুনা নিউজকে বলেন, সেখানে জমি সংক্রান্ত বিরোধ আছে। একপক্ষ বলছে ওখানে কোনো কবর ছিল না। আরেকপক্ষ বলছে, ওখানে বাঁশঝাড় ছিল তাই কবর দেখা যেত না। ঝাড় পরিষ্কার করাতে কবর দেখা যাচ্ছে। ওই এলাকায় আইনশৃঙ্খলার যেনো কোনো অবনতি নাহয় এ জন্য আমরা তৎপর আছি। তদন্ত শেষে সব রহস্যের জট খুলবে বলে জানিয়েছে প্রশাসন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply