বার্গারের আকার ছোট দেয়ার অভিযোগে বার্গার কিংয়ের বিরুদ্ধে মামলা

|

মামলার মুখোমুখি হচ্ছে ফুড জায়ান্ট ‘বার্গার কিং’। ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে আইনি ঝামেলায় পড়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফাস্টফুড প্রতিষ্ঠানটি। খবর ডেইলি মেইলের।

মামলা দায়ের করা ভোক্তাদের অভিযোগ, ফুড চেইনের বিজ্ঞাপনে দেয়া হপার স্যান্ডুইচের আকার আর প্রকৃত বার্গারের আকারে রয়েছে বিস্তর পার্থক্য। ছবিতে ৩৫ গুণ বড় দেখাচ্ছে বার্গারটি। মাংসের পরিমাণও দ্বিগুণের বেশি। যা ভোক্তার সাথে স্পষ্ট প্রতারণা।

অবশ্য এ অভিযোগ বাতিলের পিটিশন দাখিল করেছিলো বার্গার কিং। যা খারিজ করে দেন আদালত।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বার্গার কিংয়ের মতো ঝামেলায় পড়ে আরেক বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ড। বিজ্ঞাপনের সাথে কোন মিল নেই বাস্তব খাবারের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply